শনিবার ১০, জুন ২০২৩
EN

খুলনায় ১২ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ১২ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

আজ বৃহস্পতিবার (২৫ মে) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।

তিনি বলেন, প্রত্যাহারের পর মেয়র পদে ৪ জন, সাধারণ ওয়ার্ডে ১৩৬ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জনসহ মোট ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদ থেকে মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন নগরীর ৩ নম্বর ওয়ার্ডে শেখ আব্দুল হাই, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ হারুন অর রশিদ, ৬ নম্বর ওয়ার্ডে শেখ লুৎফর রহমান, ৭ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইমাম উদ্দিন আহমেদ, ১৪ নম্বর ওয়ার্ডে আব্দুর রশিদ শেখ, ১৫ নম্বর ওয়ার্ডে সমীর কুমার দত্ত, ১৬ নম্বর ওয়ার্ডে তাহেরা খাতুন, ২১ নম্বর ওয়ার্ডে মুক্তা বেগম, ২৫ নম্বর ওয়ার্ডে মোসাম্মৎ নাজমুন নাহার ও ২৭ নম্বর ওয়ার্ডে হোসনে আরা।

এবিএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *