রবিবার ১১, জুন ২০২৩
EN

খালিহাতে ৯ ফুট আকারের কুমির ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড়!

যুক্তরাষ্টের পল ব্যাডার্ড। পরিচিত ফ্লোরিডা মানব হিসেবে। বিভিন্ন জীবজন্তু উদ্ধার করে বেড়ানোই পলের নেশা।

যুক্তরাষ্টের পল ব্যাডার্ড। পরিচিত ফ্লোরিডা মানব হিসেবে। বিভিন্ন জীবজন্তু উদ্ধার করে বেড়ানোই পলের নেশা। সম্প্রতি খালিহাতে প্রায় নয় ফুট আকারের একটি কুমির ধরে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তিনি।

ফ্লোরিডার দক্ষিণাঞ্চলের পার্কল্যান্ড সুইমিং পুলে কিছুদিন আগে আটকা পড়ে একটি কুমির ছানা। কিছুতেই জালে ধরা যাচ্ছিলো না কুমিরটিকে। মরে যেতে পারে, এই ভয়ে দেওয়া যাচ্ছিলো না চেতনানাশকও।

অবশেষে সরীসৃপটিকে উদ্ধার করেন পল। খবর পেয়ে তিনি সেখানে যান ও নেমে পড়েন সুইমিংপুলের স্বচ্ছ পানিতে। খোঁচা দিয়ে কুমিরটিকে উত্তেজিত করে তোলেন তিনি।

সুইমিংপুলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দাপিয়ে বেড়ান কুমিরটির সঙ্গে। একসময় ক্লান্ত হয়ে পড়ে কুমিরছানাটি। সাহসে ভর করে টেপ দিয়ে কুমিরটির মুখ আটকে দেন পল। তারপর নিজের দুই হাতে শূন্যে তুলে ধরেন ভয়াল সরীসৃপটিকে।

এই কাণ্ড দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন অনেকে।বাচ্চা হলেও এটি আকারে প্রায় ৯ ফুট। যেকোনো সময় এটি আহত করতে পারতো পলকে।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে পলের এ সাহসের প্রশংসাই করছে বেশিরভাগ লোক।

এ বিষয়ে নিজস্ব ইন্সটাগ্রাম পেজে পল বলেন, আমি পশুপাখি ভালোবাসি। তাদের সঙ্গে খেলতে ভালোবাসি। আর সুইমিংপুলের পানি এতোই স্বচ্ছ ছিল যে, কুমিরটি কখন কোথায় যাচ্ছে আমি আগেই দেখতে পাচ্ছিলাম।


এএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *