রবিবার ১১, জুন ২০২৩
EN

গাজীপুরে ঝুটপট্টিতে আগুন

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মাজুখান এলাকায় ঝুটপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ফার্স্ট ইউনিট কর্মীরা।

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মাজুখান এলাকায় ঝুটপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ফার্স্ট ইউনিট কর্মীরা।

রোববার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

জানা গেছে, আগুন লাগার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। সঙ্গে সঙ্গে টঙ্গী-জয়দেবপুরসহ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: ইকবাল হাসান জানান, আগুন নেভানোর চেষ্টা চলছে। আরও ফায়ার সার্ভিসের কর্মীরা আসছেন। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিদুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এমবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *