শনিবার ১০, জুন ২০২৩
EN

গাজীপুর সিটি নির্বাচন: ১৩৩ কেন্দ্রের ফল, এগিয়ে জায়েদা খাতুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ বড় কোনো সংঘাত ছাড়াই শেষ হয়েছে। এতে মেয়র পদে এখন পর্যন্ত এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন  (টেবিল ঘড়ি)।

১৩৩ টি কেন্দ্রের ফলাফলে তিনি ভোট পেয়েছেন ৬৮,৮০০ টি। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লাহ খান (নৌকা মার্কা) পেয়েছেন ৫৮,০২৫ ভোট।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সকালে কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে।

এছাড়া নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া যায়।

জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছেন নৌকার একজন সমর্থক। অনিয়মের জন্য আটক করা হয়েছে আরও দু’জনকে।

এন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *