মাদ্রিদ: দীর্ঘ দুই মাস ইনজুরিতে থাকার পর দলে ফিরছেন বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি। বুধবার গেটাফের বিপক্ষে কোপা ডেল রে'র ম্যাচে দলে রাখা
[b]মাদ্রিদ:[/b] দীর্ঘ দুই মাস ইনজুরিতে থাকার পর দলে ফিরছেন বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি। বুধবার গেটাফের বিপক্ষে কোপা ডেল রে'র ম্যাচে দলে রাখা হয়েছে এই গোল মেশিনকে। গত নভেম্বর বেটিসের বিপক্ষে ৪-০ গোলে জয় পায় বার্সা। সেই ম্যাচে হ্যামস্ট্রি সমস্যা নিয়ে মাঠ থেকে বাহির হয়ে যান আর্জেন্টাইন তারকা। জানুয়ারির শুরুর দিকে এলচের বিপক্ষে ম্যাচের আগেই চিকিৎসকের সবুজ সংকেত পান মেসি। কিন্তু সেই ম্যাচে মাঠে নামা হয়নি তার। অবশেষে গেটাফের বিপক্ষেই ফেরা হচ্ছে চারবারের বিশ্বসেরা ফুটবলারের। বার্সা কোচ জেরার্ডো মার্টিনো সংবাদ সম্মেলনে বলেন, "লিও এখন ভাল অনুভব করছেন। কোনো সমস্যা ছাড়াই তিনি অনুশীলন করেছেন এবং খেলার জন্য প্রস্তুত।" তিনি আরো বলেন, "সবাই আনন্দিত যে লিও আবার দলে ফিরেছেন। আমরা বুধবার তাকে মাঠে নামানোর বিষয় চিন্তা করছি। তিনি শুরু থেকেই খেলবেন অথবা পরে মাঠে নামবেন।"