মঙ্গলবার ২১, মার্চ ২০২৩
EN

গ্রেপ্তার হতে পারেন ট্রাম্প

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে পর্ন তারকাকে অর্থ প্রদানের অভিযোগে গ্রেপ্তার হতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প নিজেই গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করে শনিবার (১৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট করেছেন।

সেখানে ট্রাম্প লিখেছেন, শীর্ষস্থানীয় রিপাবলিকান প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আগামী মঙ্গলবার গ্রেপ্তার হতে পারেন। তাই গ্রেপ্তার এড়াতে সমর্থকদের প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। সেসময় ট্রাম্পের সঙ্গে এই পর্ন তারকার সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখতে এ অর্থ প্রদান করা হয়। যদিও ট্রাম্প এসব অভিযোগের কথা অস্বীকার করে আসছেন।

এদিকে অভিযোগ প্রমাণ হলে ট্রাম্পই প্রথম সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় গ্রেপ্তার হবেন। সূত্র : আলজাজিরা

এনএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *