রবিবার ১১, জুন ২০২৩
EN

চট্টগ্রামে করোনায় আরও দুই জনের মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩২৫ জন।

একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন পাঁচজন। এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২ হাজার ২২৭ জন।

আজ (৩১ অক্টোবর) রোববার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষায় পাঁচজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় শূন্য দশমিক ৪৭ শতাংশ। শনাক্তদের মধ্যে নগরের চারজন এবং উপজেলার একজন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি ল্যাবে দুইজন, শেভরণ হাসপাতাল ল্যাবে দুইজন এবং জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এমবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *