মহামারী করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য বুস্টার ডোজ নেওয়ার পর জ্বরে ভুগছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
বিনোদন ডেস্ক: মহামারী করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য বুস্টার ডোজ নেওয়ার পর জ্বরে ভুগছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
জানা গেছে, চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও নিপুণের মামলার শুনানির পর সোমবার দুপুরে করোনার ৩য় ডোজ নেন তিনি। এরপর থেকেই তার শরীরের তাপমাত্রা বেড়ে যায়।
এ বিষয়ে সোমবার সংবাদমাধ্যমকে নিপুণ বলেন, ‘বুস্টার নেওয়ার পর থেকে আমার অবস্থা খারাপ। প্রচণ্ড জ্বরে ভুগছি। বাঁ হাতে টিকা নিয়েছিলাম, সেই হাত পুরোটাই ব্যথা, নড়াচড়া করতে কষ্ট হচ্ছে।
গরম পানির সেঁক দিয়েও কাজ হচ্ছে না। মনে হচ্ছে বাঁ হাত অবশ হয়ে আছে। সেই সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা তো আছেই। বমিও হয়েছে একবার।’
প্রসঙ্গত, নিপুণের এই শারীরিক পরিস্থিতির মধ্যেই আজ হাইকোর্টের কার্যতালিকায় (কজলিস্টে) আসে শুনানির বিষয়টি। তবে শুনানির দিন ফের পিছিয়ে আগামী ২২ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।
এইচএন