চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দুপুর ১টায় মীর হোসেন নামে এক শিবির নেতাকে পিটিয়ে গুরুতর আহত করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। তিনি চবি শাখা ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক বলে জানা গেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দুপুর ১টায় মীর হোসেন নামে এক শিবির নেতাকে পিটিয়ে গুরুতর আহত করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। তিনি চবি শাখা ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক বলে জানা গেছে। জানা যায়,মীর হোসেন ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। দুপুরে তিনি পড়াশুনার কাজে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির দিকে যান। এমন সময় ছাত্রলীগ কর্মীরা তাকে ঘিরে এলোপাতাড়ি মারধর শুরু করে। প্রক্টরিয়াল বডির সদস্যরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যান। এ ব্যাপারে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু বলেন,জোর করে নতুন ছাত্রদের দলে ভিড়াতে চাইলে ছাত্রলীগ নেতা-কর্মীরা বাধা দেয়। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। শিবিরের সেক্রেটারি রাজিবুল হাসান বাপ্পী বলেন,পরিকল্পিতভাবে এবং বিনা কারণে শিবির নেতা মীর হোসেনের ওপর হামলা চালানো হয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছি। তারা ব্যবস্থা না নিলে শিবির নিজেই তার ব্যবস্থা নেবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌলা বলেন,এ রকম একটা ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এর সত্যতা যাছাই করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। [b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]