রবিবার ১১, জুন ২০২৩
EN

চার জেলায় নতুন খাদ্য নিয়ন্ত্রক

চার জেলায় নতুন খাদ্য নিয়ন্ত্রক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৫ অক্টোবর) এই নিয়োগ দিয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চার জেলায় নতুন খাদ্য নিয়ন্ত্রক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৫ অক্টোবর) এই নিয়োগ দিয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক (চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব) আবু নঈম মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা ও রংপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবদুল কাদেরকে চট্টগ্রামের জেলা খাদ্য নিয়ন্ত্রক (চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব) করা হয়েছে।

অন্যদিকে রাঙ্গামাটির জেলা খাদ্য নিয়ন্ত্রক (বান্দরবানের জেলা খাদ্য নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব) সুমাইয়া নাজনীনকে খাগড়াছড়ি ও খাগড়াছড়ির জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দুকে রাঙ্গামাটির জেলা খাদ্য নিয়ন্ত্রক (বান্দরবানের জেলা খাদ্য নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব) করা হয়েছে।

বদলি কর্মকর্তারা খাদ্য অধিদপ্তরের বিদ্যমান বদলি নীতিমালা, ২০১৯ এর (৩) অনুচ্ছেদ অনুযায়ী আগামী ১৪ অক্টোবরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় ১৫ অক্টোবর থেকে তৎক্ষণাৎ অবমুক্ত হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এমআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *