গাজীপুরে ছিনতাইয়ের অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গাজীপুরে ছিনতাইয়ের অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাসন থানার আউটপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) বাসন থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উড়িয়াবাড়ি এলাকার আনসার মণ্ডলের ছেলে আমিনুল ইসলাম (২৫) এবং জামালপুর সদরের ভাটি গজারিয়া আকন্দবাড়ি এলাকার মজিবুর রহমানের ছেলে ইমরুল হাসান (২৬)। এদের মধ্যে ইমরুল হাসান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর কারা কমপ্লেক্স পুলিশ ক্যাম্পের কনস্টেবল বলে নিশ্চিত করেছেন ওই ক্যাম্পের দায়িত্ব ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)’র বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ত্রাস সৃষ্টি করে ছিনতাইয়ের অভিযোগে রেজাউল ইসলাম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে থানায় মামলা দায়ের করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এমবি