পুলিশের দুই এসআইকে ২দিন করে রিমান্ড দিয়েছে আদালত। বিকাশের ৭১ লাখ ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের মামলায় তাদের এ রিমান্ডের আদেশ দেয়া হয়।
পুলিশের দুই এসআইকে ২দিন করে রিমান্ড দিয়েছে আদালত। বিকাশের ৭১ লাখ ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের মামলায় তাদের এ রিমান্ডের আদেশ দেয়া হয়। রিমান্ডেদেয়া পুলিশ সদস্যরা হলেন- যাত্রাবাড়ী থানার এসআই মঞ্জুরুল হাবিব এবং রমনা থানার এসআই মোজাহিদুল ইসলাম। সোমবার বিকাল ৪ টায় মামলার তদন্তকারী কর্মকর্তা মাইনুল ইসলাম ঢাকা মহানগর হাকিম মো. নুরু মিয়ার আদালতে আসামিদের হাজির করে দশদিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর