প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে যে অবস্থায় দশম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তার চেয়ে খারাপ পরিস্থিতিতেও বহু দেশে নির্বাচন হয়েছে। আজ সোমবার বিকেলে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
[b]ঢাকা:[/b] প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে যে অবস্থায় দশম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তার চেয়ে খারাপ পরিস্থিতিতেও বহু দেশে নির্বাচন হয়েছে। আজ সোমবার বিকেলে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের সন্ত্রাস, নৈরাজ্য, বোমাবাজি, অগ্নিসংযোগ উপক্ষো করে জনগণ যতটুকু ভোট দিয়েছে তা যথেষ্ট। দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ যে ভোট দিয়েছে তাতেই সন্তুষ্ট। যতটুকু দিয়েছে ততটুকুই যথেষ্ট।’ জাতীয় পার্টির চেয়ারম্যাহ হুসেইন মুহাম্মদ এরশাদ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, উনি হাসপাতালে ভালোই আছেন। বেগম খালেদা জিয়ার নির্বাচন বর্জন সম্পর্কে শেখ হাসিনা বলেন, তিনি একুল-অকুল-দুকুলই হারিয়েছেন।