বৃহস্পতিবার ২৩, মার্চ ২০২৩
EN

জাপানে ৬.৬ মাত্রার ভূমিকম্প, আহত ১৩

সূর্যোদয় এবং ভূমিকম্পের দেশ জাপান। দেশটির দক্ষিণাঞ্চলে ৬.৬ মাত্রার ভূমিকম্পে ১৩ জন আহত হয়েছেন। যাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

সূর্যোদয় এবং ভূমিকম্পের দেশ জাপান। দেশটির দক্ষিণাঞ্চলে ৬.৬ মাত্রার ভূমিকম্পে ১৩ জন আহত হয়েছেন। যাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দিবাগত রাত ১টা ৮ মিনিটে দেশের সর্বদক্ষিণের দ্বীপ কিয়াউশুর উপকূলে ভূপৃষ্ঠের ৪৫ কিলোমিটার গভীরে উৎপত্তি ঘটেছে এই ভূমিকম্পের।

তবে এর ফলে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এছাড়া দক্ষিণাঞ্চলীয় প্রশাসিনক এলাকা ওইতা ও মিয়াজাকিতে ভূমিকম্পের ফলে পানি সরবরাহ ব্যবস্থা, সড়ক ও বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

জাপানের নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে, ভূমিকম্পের পর স্থানীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে অস্বাভাবিকতার কোনো খবর পাওয়া যায়নি।

এইচএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *