বৃহস্পতিবার ২৩, মার্চ ২০২৩
EN

জোবায়ের হত্যা মামলার পরবর্তী শুনানি ৯ এপ্রিল

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়ের হত্যা মামলার পরবর্তী শুনানি আগামী ৯ এপ্রিল ধার্য করেছেন আদালত। বুধবার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এবিএম নিজামুল

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়ের হত্যা মামলার পরবর্তী শুনানি আগামী ৯ এপ্রিল ধার্য করেছেন আদালত। বুধবার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এবিএম নিজামুল হক এ আদেশ দেন। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির সদস্য কবিরুল বাসার জোবায়ের হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন। এ পর্যন্ত মামলাটিতে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। ২০১২ সালের ৮ জানুয়ারি বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জোবায়ের আহমেদকে কুপিয়ে জখম করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরদিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার হামিদুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র শফিউল আলম সেতু এবং অভিনন্দন কুন্ডু অফি, প্রাণীবিজ্ঞান বিভাগের আশিকুল ইসলাম আশিক, খান মোহাম্মদ রিয়াজ ও জাহিদ হাসান, দর্শন বিভাগের কামরুজ্জামান সোহাগ, ইশতিয়াক মেহবুব অরুপ এবং রাশেদুল ইসলাম রাজু, সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম,ইতিহাস বিভাগের মাহমুদুল হাসান এবং মাজহারুল ইসলাম,অণুজীব বিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব তপু এবং লোক প্রশাসন বিভাগের নাজমুল হাসান প্লাবন। এরা সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের ছাত্র এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার নেতাকর্মী। [b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *