বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম নাজির আহমাদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মঙ্গলবার রাত ১১টা ১০মিনিটে রাজধানীর শংকরে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
[b]ঢাকা:[/b] বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম নাজির আহমাদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মঙ্গলবার রাত ১১টা ১০মিনিটে রাজধানীর শংকরে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দলের প্রচার বিভাগ থেকে এ তথ্যটি নিশ্চিত করা হয়। গত ২৭ ডিসেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর ২ জানুয়ারি দ্বিতীয় দফায় হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।