টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের আহত কিশোররা সুস্থ হয়নি, এখনও আতঙ্ক কাটেনি তাদের। নিজেদের শরীর কেটে কিশোরদের প্রতিবাদের ঘটনা তদন্ত করছে দুটি কমিটি। এলাকাবাসীর অভিযোগ, কিশোরদের ওপর নির্যাতন চলছে দীর্ঘদিন ধরে। প্রায়ই কান্নার শব্দ শুনতে পান তারা। কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা কিশোরদের সবশেষ অবস্থা জানতে ভেতরে প্রবেশ করতে চাইলে তাতে অনুমতি মেলেনি।
টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের আহত কিশোররা সুস্থ হয়নি, এখনও আতঙ্ক কাটেনি তাদের। নিজেদের শরীর কেটে কিশোরদের প্রতিবাদের ঘটনা তদন্ত করছে দুটি কমিটি। এলাকাবাসীর অভিযোগ, কিশোরদের ওপর নির্যাতন চলছে দীর্ঘদিন ধরে। প্রায়ই কান্নার শব্দ শুনতে পান তারা। কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা কিশোরদের সবশেষ অবস্থা জানতে ভেতরে প্রবেশ করতে চাইলে তাতে অনুমতি মেলেনি। বিকল্প পথে নির্যাতিত কিশোরদের বর্তমান অবস্থা সরেজমিনে দেখার চেষ্টা করা হয়। এখনও অনেক কিশোরের মাথায় ব্যান্ডেজ, শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের চিহ্ন, রক্তমাখা শার্ট দেখিয়ে দৃষ্টি আকর্ষন করছে স্থানীয়দের। টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের সীমানা প্রাচীর ঘেষে যারা দীর্ঘদিন বসবাস করছেন, তারা জানালেন, প্রায় সময় এখানকার কিশোরদের আর্তনাদের শব্দ তারা শুনতে পান। বিশেষ করে দুপুরে খাবার সময় ও রাতে বেশি শব্দ শোনা যায়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্য ও গাজীপুর জেলা প্রশাসক জানালেন, কেন? কিভাবে? এতোবড় ঘটনা ঘটলো এবং আর যাতে এমন ঘটনা না ঘটে তা খতিয়ে দেখা হচ্ছে। ২০ কিশোরের নিজ দেহ কেটে প্রতিবাদ, তারপর চিরকুটে লেখা প্রতিবাদের এক একটি ভাষাই বলে দিচ্ছে, টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের কিশোররেরা ভালো নেই। পরিস্থিতির উন্নয়নে সরকারকে এগিয়ে আসার অনুরোধ করেছেন ভুক্তভোগীদের পরিবার। [b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]