লন্ডন: টানা তৃতীয়বার হারের মুখ দেখল ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার ক্যাপিটাল ওয়ানের সেমিফাইনালের প্রথম লেগে প্রতিপক্ষ সান্ডারল্যান্ডের
[b]লন্ডন:[/b] টানা তৃতীয়বার হারের মুখ দেখল ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার ক্যাপিটাল ওয়ানের সেমিফাইনালের প্রথম লেগে প্রতিপক্ষ সান্ডারল্যান্ডের মাঠে ২-১ গোলে হারে ডেভিড ময়েসের শিষ্যরা। এর আাগে ২০০১ সালের পর এই প্রথম টানা তিন ম্যাচ হারল ইউনাইটেড। আর ২০০০ সাল থেকে দীর্ঘ ২১ ম্যাচ পর এই প্রথমবারের মতো ইউনাইটেডের বিপক্ষে জয় পায় সান্ডারল্যান্ড। স্টেডিয়ামে অব লাইটের এই ম্যাচে খেলায় সান্ডারল্যান্ডকে এগিয়ে দেন রায়ান গিগস। প্রথমার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফ্রি-কিক থেকে আসা বল ফেরাতে গিয়েও পারেননি তিনি। ফলে তার আত্মঘাতী গোলে জয়ের পথে এক ধাপ এগিয়ে যায় স্বাগতিকরা। অবশ্য এর আগে খেলার ২৫ মিনিটে গোল করার চমৎকার সুযোগ তৈরি করেন গিগস। কিন্তু তার কিক করা বলা ক্রসবারে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় ইউনাইটেড। [img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389157931.jpg[/img] এরপর খেলার ৩৮ মিনিটেই গোলের সূচনা করে ম্যানইউকে এগিয়ে দেন আদনান জানুজাজ। কিন্তু গোলটি বাতিল হয়ে যায়। কারণ তার গোল করার আগেই লাইনসম্যান গিগসের অফসাইডের ইঙ্গিত দেন। তবে প্রথমার্ধে পিছিয়ে থাকলেও বিরতির পরই খেলায় ঘুরে দাঁড়ায় অতিথিরা। ৫২ মিনিটে কর্নার থেকে আসা বল হেড করে সান্ডারল্যান্ডের জালে বল জড়িয়ে দেন সার্বিয়ান তারকা নেমানজা ভিডিক। কিন্তু মন্দ কপাল ময়েসের দলের। ৬৫ মিনিটে বক্সের মধ্যে অ্যাডাম জনসনকে অবৈধভাবে ফেলে দেন টম ক্লেভারলি। পেনাল্টি কিকের জন্য বাঁশি বাজান রেফারি। আর সেখান থেকে গোল করতে ভুল করেননি ফ্যাবিও বুরিনি। চেষ্টায় কমতি রাখেনি সফরকারীরা। বেশ কয়েকটি আক্রমণও করে। কিন্তু গোলটি শোধ করতে পারেনি তারা। ফলে আগামী ২২ জানুয়ারি নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে বড় জয়ের প্রতীক্ষায় থাকতে হলো তাদের। আর ২-১ গোলে জয় পেয়ে ফাইনালের পথে এক পা রাখল সান্ডারল্যান্ড।