বৃহস্পতিবার ২৩, মার্চ ২০২৩
EN

তিতাস গ্যাসের এমডিসহ ৮ কর্মকর্তাকে দুদকে তলব

পেট্রোবাংলার চেয়ারম্যান প্রফেসর ড. হোসেন মনসুরের নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য উদঘাটনের স্বার্থে তিতাস গ্যাস কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল আজিজসহ শীর্ষ ৮ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন

পেট্রোবাংলার চেয়ারম্যান প্রফেসর ড. হোসেন মনসুরের নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য উদঘাটনের স্বার্থে তিতাস গ্যাস কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল আজিজসহ শীর্ষ ৮ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। রোববার দুদকের অনুসন্ধানী কর্মকর্তা ও উপপরিচালক আহসান আলী তিতাস গ্যাসের ওই ৮ কর্মকর্তারকে জিজ্ঞাসাবাদের জন্য  তলবি নোটিশ পাঠান। নোটিশে আগামী ২ এপ্রিল সকাল ১০টায়  দুদক কার্যালয়ে তিতাসের, সাবেক এমডি খালিদ হাসান, জিএম মজিবুল হক ও ভোয়াতুল ইসলামকে হাজির হতে বলা হয়েছে। আগামী ৩ এপ্রিল সকাল ১০টায় মহাপরিচালক হেদায়েত উল্লাহ, মহাপরিচালক লাবিদ উল্লাহ, মহাপরিচালক আবদুল আউয়াল শাহ ও শাহিনুর আলমকে দুদকের অনুসন্ধানী কর্মকর্তা দফতরে হাজির হতে বলা হয়েছে। সূত্র মতে, গত ৪ বছরে পেট্রোবাংলার অধীনস্থ ১৩টি কোম্পানির বিভিন্ন পদে জনবল নিয়োগ,ক্রয় সংক্রান্ত বিষয়ে ঠিকাদার নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে নানা অনিয়ম এবং-দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। আর এই অনুসন্ধানী কার্যক্রমের স্বার্থে ওই ১৩ প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান এমডিসহ অর্ধশত কর্মকর্তাকে তলবের সিদ্ধান্ত  নিয়েছে দুদক। কারণ গত ৪ বছরে পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুরের একটি সিন্ডিকেট দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমান সম্পদ অর্জনের নানা অভিযোগ রয়েছে দুদকের কাছে । [b]ঢাকা, একে, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *