এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাস্তবায়নাধীন দুটি চলমান প্রকল্পে মোট ৬৫ কোটি ডলার ঋণ দেবে সংস্থাটি। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় যা ৫ হাজার ৫২৫ কোটি টাকা। এ নিয়ে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে দুটি চুক্তি সই হয়েছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাস্তবায়নাধীন দুটি চলমান প্রকল্পে মোট ৬৫ কোটি ডলার ঋণ দেবে সংস্থাটি।
বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় যা ৫ হাজার ৫২৫ কোটি টাকা। এ নিয়ে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে দুটি চুক্তি সই হয়েছে।
সোমবার (০৪অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে বিষয়ে ঋণ চুক্তি সই হয়েছে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং এডিবির বিদায়ী কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ও নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং বাংলাদেশ সরকার ও এডিবির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবি'র পক্ষে মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন। প্রথম চুক্তির আওতায় ‘সাসটেনাবল ইকোনমিক রিকভারি প্রোগ্রাম-সাবপ্রোগ্রাম-১’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য ২৫ কোটি ডলার এবং ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ প্রকল্পের জন্য ৪০ কোটি ডলার ঋণ দেবে।
এমবি