রবিবার ১১, জুন ২০২৩
EN

দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারমুখী খেলে পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ঝড়ো শুরু এনে দিয়েছেন দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ছন্দে থাকা দুই ওপেনারের ব্যাটে প্রথম জুটিতে ৭১ রান পায় পাকিস্তান। এরপর বাবর আজম ফিরলেও এগিয়ে যাচ্ছে পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারমুখী খেলে পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ঝড়ো শুরু এনে দিয়েছেন দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ছন্দে থাকা দুই ওপেনারের ব্যাটে প্রথম জুটিতে ৭১ রান পায় পাকিস্তান। এরপর বাবর আজম ফিরলেও এগিয়ে যাচ্ছে পাকিস্তান। 

ইংল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে নিউজিল্যান্ড। আজ বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আরেক ফাইনালিস্টকে পাবে এবারের বিশ্বকাপ। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

সম্প্রতি দারুণ সময় পার করছে পাকিস্তান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপও বেশ ছন্দে আছে বাবার আজমের দল। বিশ্বকাপের সুপার টুয়েলভে একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। সবচেয়ে বেশি ১০ পয়েন্ট নিয়ে আসা পাকিস্তান আজ লড়াই করছে অসিদের বিপক্ষে।

সুপার টুয়েলভে এক ম্যাচে হোঁচট খেলেও শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠতে পেরেছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচে চার জয়ে মোট ৮ পয়েন্ট নিয়ে সেমির লড়াইয়ে নেমেছে অ্যারন ফিঞ্চের দল।

টি-টোয়েন্টিতে এর আগে ২৩টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এর মধ্যে জয়ের পাল্লা ভারি পাকিস্তানের। ২৩ ম্যাচের ১৩টিতে জিতেছে পাকিস্তান, ৯টিতে জিতেছে অস্ট্রেলিয়া, বাকি একটি ম্যাচের ফল হয়নি।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুদলের হেড টু হেডের লড়াই সমানে সমান। বিশ্বকাপের মঞ্চে ছয়বারের দেখায় দুদলই জিতেছে তিনটি করে ম্যাচ। এবার সেই পরিসংখ্যানে একে অপরকে ছাপিয়ে যাওয়ার পালা।

এমআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *