মঙ্গলবার ২১, মার্চ ২০২৩
EN

দ্রুতই মাহির রিমান্ড চাইব : জিএমপি কমিশনার

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ শনিবার (১৮ মার্চ) আদালতে তোলা হবে। আদালতে নায়িকার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

তিনি বলেন, দেশে ফেরার পর বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি প্রক্রিয়া শেষে দ্রুতই আমরা তার রিমান্ড চাইব।

সাংবাদিকদের পক্ষে মাহির অন্তঃসত্ত্বা থাকার বিষয়টি জানানো হলে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আমরা এই বিষয়ে অবগত নই। এ বিষয়টি আদালত দেখবেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৭ মার্চ) সকালে ফেসবুক লাইভে মাহি ও তার স্বামী পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ নিয়ে প্রতিপক্ষকে জমি দখল দেওয়ার চেষ্টা’র অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়ায় মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে মামলা করেন গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপ-পরিদর্শক মোহাম্মদ রোকন মিয়া। এই মামলায় প্রধান আসামি রকিব সরকার এবং দ্বিতীয় আসামি মাহিয়া মাহি।

এবিএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *