মঙ্গলবার ২১, মার্চ ২০২৩
EN

দৌলতপুরে কসাইয়ের ৩ মাসের কারাদন্ড

শুক্রবার কুষ্টিয়ার দৌলতপুরে আব্দুল কসাই (২৭) নামে এক কসাইয়ের ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পুলিশ জানায়, দৌলতপুর বাজারের মকবুল কসাইয়ের ছেলে আব্দুল কসাই ৩ মাসের এক গাভী গরুকে জবাই করে মাংস বিক্রি করার সময় দৌলতপুর থানার পুলিশ তাকে আকট করে ভ্রাম্যমান আদলাতে হাজির করে।

শুক্রবার কুষ্টিয়ার দৌলতপুরে আব্দুল কসাই (২৭) নামে এক কসাইয়ের ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পুলিশ জানায়, দৌলতপুর বাজারের মকবুল কসাইয়ের ছেলে আব্দুল কসাই ৩ মাসের এক গাভী গরুকে জবাই করে মাংস বিক্রি করার সময় দৌলতপুর থানার পুলিশ তাকে আকট করে ভ্রাম্যমান আদলাতে হাজির করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকতার হোসেন উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ওই কসাইয়ের ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। ঢাকা, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কেএইচ  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *