দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (৩ জানুয়ারি) দেশটির পার্লামেন্ট ভবনে এ নিয়ে প্রায় ৩৬ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার আগুন লাগে।
দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল সোমবার (৩ জানুয়ারি) দেশটির পার্লামেন্ট ভবনে এ নিয়ে প্রায় ৩৬ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার আগুন লাগে।
কেপ টাউন নগর ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র পার্লামেন্ট ভবনে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, পার্লামেন্ট ভবনের ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
প্রায় ৫০ জন দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন বলে জানিয়েছে আলজাজিরা।
এর আগে রোববার (২ জানুয়ারি) সকালে কেপটাউনে অবস্থিত পার্লামেন্ট ভবনটিতে প্রথমবার আগুন লাগে।
এবিএস