রবিবার ১১, জুন ২০২৩
EN

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নামিবিয়া

আজ শুক্রবার (৫ নভেম্বর) শারজায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস, কিউইদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে আসরের চমক দেখানো দল নামিবিয়া।

আজ শুক্রবার (৫ নভেম্বর) শারজায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস, কিউইদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

মূল পর্বের ৩ ম্যাচের দুটিতেই জয় পেয়ে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে আছে নিউজিল্যান্ড।

অপরদিকে সমান ম্যাচে এক জয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে নামিবিয়ার।

নামিবিয়া.jpg

নিউজিল্যান্ড একাদশ

মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।

নামিবিয়া একাদশ

স্টিফেন বার্ড, মাইকেল ফন লিঙ্গেন, ক্রেইগ উইলিয়ামস, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), ডেভিড ওয়াইজ, জেজে স্মিট, নিকোল লফটি-ইটন, জ্যান গ্রিন, কার্ল বার্কেনস্টক, রোবেন ট্রাম্পেলম্যান, বেরনার্ড স্কলজ।

এইচএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *