রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষে দুই জন নিহতের ঘটনায় মারামারির সূত্রপাতকারীসহ তিন জনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (৫ মে) সকালে র্যাবের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শরীয়তপুর ও কক্সবাজার থেকে তাদের আটক করা হয়েছে।
সূত্র জানায়, সংঘর্ষে দুই জন নিহতের ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত একজনকে এবং সংঘর্ষের সূত্রপাতকারী দুই জনসহ মোট তিন জনকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল রাতে নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন সকাল থেকে দফায় দফায় আবারও সংঘর্ষ চলে। এ ঘটনায় দুই জনের মৃত্যু হয়।
এইচএন