নোয়াখালীর স্থানীয় ‘দৈনিক নয়া পৃথিবী‘ পত্রিকার সম্পাদক, প্রকাশক ও স্থানীয় বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলমকে (৪০) আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে জেলা শহরের দত্তেরহাট বাজার থেকে পুলিশ তাকে আটক করে।
[size=2]নোয়াখালীর স্থানীয় ‘দৈনিক নয়া পৃথিবী‘ পত্রিকার সম্পাদক, প্রকাশক ও স্থানীয় বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলমকে (৪০) আটক[/size][size=2] করেছে পুলিশ। [/size][size=2]শুক্রবার বিকালে জেলা শহরের দত্তেরহাট বাজার থেকে পুলিশ তাকে আটক করে।[/size] গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের মৃত আবদুল ওয়াহেদ মিয়ার ছেলে। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি। নোয়াখালী সদর থানার ওসি মোশাররফ হোসেন তরফদার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে হরতাল-অবরোধের সময় দত্তেরহাট বাজারে নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশের দাবি। শনিবার তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি। ঢাকা,২২ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ