জেলায় নাশকতা পরিকল্পনা ও সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮ দলীয় জোটের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
[b]নোয়াখালী[/b]: জেলায় নাশকতা পরিকল্পনা ও সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮ দলীয় জোটের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির পাঁচ, জামায়াতের এক ও শিবিরের ছয়জন কর্মী রয়েছে। নোয়াখালী পুলিশ সুপার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হরতাল-অবরোধে সহিংস কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।