দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ এনে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে বিএনপির দফতরের দায়িত্বে নিয়োজিত যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। তাদের (নির্বাচন কমিশন) পদত্যাগ ছাড়া
দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ এনে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে বিএনপির দফতরের দায়িত্বে নিয়োজিত যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। তাদের (নির্বাচন কমিশন) পদত্যাগ ছাড়া জনগণের ইচ্ছা অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনের চিত্র তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বর্তমান নির্বাচন কমিশনের সরকারের ‘আজ্ঞাবহ’ ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, দলের সহদফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। [b]ঢাকা, এমএইচ, ২৭ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এসএইচ[/b]