নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করায় সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে গণভবনে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিনন্দন জানান।
ঢাকা: নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করায় সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে গণভবনে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিনন্দন জানান। এবারের নির্বাচন শুধু গণতন্ত্র রক্ষাই নয়, এ নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় সাহায্য করবে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার সুযোগ হয়েছে এ নির্বাচনের মধ্য দিয়ে। বিরোধী দল অংশ নিলে এই নির্বাচন আরো প্রতিযোগিতামূলক হতে পারতো বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, আমি বার বার নির্বাচনে অংশ নিতে তাদেরকে সংলাপে বসার আহবান জানিয়েছি বার বার কিন্তু তারা সহিংসতার পথ বেছে নিয়েছে। সন্ত্রাস ও সহিংসতা পরিহার করে, যুদ্ধাপরাধী ও জঙ্গি জামায়াতে ইসলামীকে পরিহার করে সংলাপে বসার জন্য বিরোধী দলীয় নেতাকে আবারো আহবান জানান প্রধানমন্ত্রী। দেশে চলমান সহিংসতা জাতি আর দেখতে চায়না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, সবাইকে একযোগে কাজ করতে হবে। নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স প্রদর্শন করতে নির্দেশ দেয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান শেখ হাসিনা। জনগণের বৃহত্তর স্বার্থে আলোচনা অব্যাহত রাখতে চান বলেও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান শেখ হাসিনা।