১২তম এশিয়া কাপের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করছে পাকিস্তানের। এ পর্যন্ত তারা ২৭ ওভারে ৫ উইকেটে ১০৮ রান সংগ্রহ করতে পেরেছে। আজ বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমানি স্টেডিয়ামে
১২তম এশিয়া কাপের তৃতীয় ম্যাচে [size=2] [/size][size=2]আফগানিস্তানের [/size][size=2] বিপক্ষে ব্যাটিং করছে [/size][size=2]পাকিস্তানের[/size][size=2]। এ পর্যন্ত তারা ২৭ ওভারে ৫ উইকেটে ১০৮ রান সংগ্রহ করতে পেরেছে। [/size] আজ বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমানি স্টেডিয়ামে আফগান অধিনায়ক মোহাম্মদ নবি টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন । উল্লেখ্য, মঙ্গলবার এশিয়া কাপের উদ্বোধনী দিনে পাকিস্তান শ্রীলঙ্কার কাছে ১২ রানে হেরেছে। সেজন্য এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ জয় ছাড়া অন্য কোনো উপায় নেই। [b]ঢাকা,২৭ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]