পটুয়াখালী জেলা জামায়াতের ভারপ্রাপ্ত নায়েবে আমির অধ্যক্ষ শাহ আলমকে নাশকতা সৃষ্টির অভিযোগে আটক করেছে পুলিশ।
[b]পটুয়াখালী:[/b] পটুয়াখালী জেলা জামায়াতের ভারপ্রাপ্ত নায়েবে আমির অধ্যক্ষ শাহ আলমকে নাশকতা সৃষ্টির অভিযোগে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে জেলার গলাচিপা উপজেলা শহরের কলেজরোড এলাকার নিজ বাসা থেকে আটক করা হয় তাকে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শির চন্দ্র কর্মকার জানান,শাহ আলম তার নিজ বাসায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য গোপন বৈঠক করছিলো। পুলিশের একটি প্রতিনিধি দল এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। তিনি আরো জানান, শাহ আলম দীর্ঘদিন ধরে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।