বৃহস্পতিবার ২৩, মার্চ ২০২৩
EN

পাঠ্যপুস্তকের ভুলকেই ইস্যু বানাচ্ছে বিএনপি : তথ্যমন্ত্রী

কোনো ইস্যু না পেয়ে বিএনপি এখন পাঠ্যপুস্তকের ভুলকেই ইস্যু বানাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বইমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, পাঠ্যপুস্তক নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। পাঠ্যপুস্তকে ১১ বছর আগের ভুলগুলো এখন আবার তোলা হচ্ছে। অথচ, সেগুলো তখনই সংশোধন করা হয়েছিল।

তথ্যমন্ত্রী বলেন, পাঠ্যপুস্তকে ভুল থাকলে ঠিক করার জন্য দুটি বিশেষজ্ঞ কমিটি রয়েছে। সে কমিটি আলেমদের সঙ্গে আলোচনায় বসে ভুলগুলো সংশোধন করবে।

তিনি বলেন, পাঠ্যপুস্তকের ভুল নিয়ে মির্জা ফখরুল রাজনৈতিক হাতিয়ার বানিয়েছেন। তাকে বলব বইগুলো আগে ভালোভাবে পড়ুন।

তিনি আরও বলেন, বহুমাত্রিক সমাজের ফলে নানারকম সমালোচনা তৈরি হওয়াটা স্বাভাবিক। কিন্তু সবকিছু ছাপিয়ে দেশ এগিয়ে যাচ্ছে।

এবিএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *