মঙ্গলবার ২১, মার্চ ২০২৩
EN

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যৌক্তিক : বাইডেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা যৌক্তিক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

গতকাল শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বাইডেন বলেন, 'পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যৌক্তিক কাজ। আইসিসি একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছে। তিনি (পুতিন) স্পষ্টত যুদ্ধাপরাধ করেছেন।’ এ সময় যুক্তরাষ্ট্র যে আইসিসির সদস্য দেশ নয়; সেটিও মনে করিয়ে দেন বাইডেন।

এক বিবৃতিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি জানিয়ে আইসিসির পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার সঙ্গে তারা জড়িত রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ওই পরোয়ানা জারি করা হয়েছে।

অন্যদিকে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক উদ্যোগ। এর মধ্য দিয়ে ঐতিহাসিক দায়িত্বের সূচনা ঘটবে।

তবে পুতিনের বিরুদ্ধে আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অর্থহীন বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, আইসিসির রোম সংবিধির অংশ নয় রাশিয়া। আর এর অধীনে চলার কোনো বাধ্যবাধকতাও নেই তাদের।

এইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *