ইডেন মহিলা কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণা করার দাবিতে কলেজের সামনের রাস্তায় বিক্ষোভ করছেন কলেজের ছাত্রীরা। কলেজের ৬শ থেকে ৭শ শিক্ষার্থী ২ নম্বর গেটের সামনের রাস্তায় বসে এ বিক্ষোভে অংশ নিয়েছেন। এতে ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আশেপাশের সড়কগুলোতেও তীব্র যানজট শুরু হয়েছে
ইডেন মহিলা কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে কলেজের সামনে বিক্ষোভ করছেন ছাত্রীরা। সকাল থেকেই কলেজের ৬শ থেকে ৭শ শিক্ষার্থী ২ নম্বর গেটের সামনে বিক্ষোভ করেন। এতে ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আশেপাশের সড়কগুলোতেও তীব্র যানজট শুরু হয়েছে। পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি জানিয়ে গত এক মাস ধরেই ইডেন মহিলা কলেজের ছাত্রীরা আন্দোলন করে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা রাস্তায় অবস্থান নেন। নারী শিক্ষার উন্নয়নের স্বার্থেও প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণা করা উচিত বলে মনে করছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। রাস্তায় অবস্থান নিয়ে ইডেন শিক্ষার্থীরা নিজেদের দাবির সপক্ষে নানা শ্লোগান দিচ্ছেন। [b]ঢাকা,২০ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]