প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ রোববার ঘোষণা করা হয়েছে। এতে মোট বৃত্তি পেয়েছে ৫৪ হাজার ৪১২ শিক্ষার্থী। এর মধ্যে মেধা কোটায় ২১ হাজার ৯৭৮ এবং সাধারণ কোটায় ৩২ হাজার ৪৩৪ জন বৃত্তি পেয়েছে। প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের আলোকে বৃত্তির ফল ঘোষণা করা হয়েছে
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ রোববার ঘোষণা করা হয়েছে। এতে মোট বৃত্তি পেয়েছে ৫৪ হাজার ৪১২ শিক্ষার্থী। এর মধ্যে মেধা কোটায় ২১ হাজার ৯৭৮ এবং সাধারণ কোটায় ৩২ হাজার ৪৩৪ জন বৃত্তি পেয়েছে। প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের আলোকে বৃত্তির ফল ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বৃত্তির ফল ঘোষণা করেন। বৃত্তি বণ্টনের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ২১ হাজার ৯৭৮ জন বৃত্তি পেয়েছেন। এরমধ্যে ১০ হাজার ৯৫৪ জন ছাত্র ও ১১ হাজার ২৪ জন ছাত্রী। সাধারণ কোটায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৪৩৪ জন। এরমধ্যে ১৬ হাজার ২২৮ জন ও ১৬ হাজার ২০৬ জন ছাত্রী। বনভোজনে গিয়ে শিক্ষার্থী নিহত হওয়ায় শোক প্রকাশ করে মন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, আগামীকাল সোমবার দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর আগে জাতীয় সংগীত গাওয়ার সময় নিহতদের জন্য দোয়া ও আত্মার মাগফেরাত কামনা করা হবে। এছাড়া আহতদের চিকিৎসার জন্য যতটুকু করা যায় আমরা করবো। [b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]