দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্মেলন কক্ষে কথা বলা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই তিনি দেশের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সিলেটে এত বেশি বন্যা কখনও দেখা যায়নি। প্রাকৃতিক দুর্যোগ তো ঠেকানো যায় না। তবে, মানুষের ক্ষয়ক্ষতি যাতে কম হয়, তার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনীসহ সরকারের বিভিন্ন পক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনস্থলে উপস্থিত রয়েছেন।
এমআর