সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে হুমায়ুন কবীর (২২) নামে এক জামায়াতের কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দুপুর ১২টায় জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। হুমায়ুন কবীর ক্ষেত্রপাড়া গ্রামের আয়ুব আলীর ছেলে
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে হুমায়ুন কবীর (২২) নামে এক জামায়াতের কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দুপুর ১২টায় জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। হুমায়ুন কবীর ক্ষেত্রপাড়া গ্রামের আয়ুব আলীর ছেলে। তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ওসি মোফাজ্জল হোসেন বলেন, বেলা সাড়ে ১১টায় ক্ষেত্রপাড়া গ্রামের কপোতাক্ষ পাড়ে পুলিশের একটি দল পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে ও ২/৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশ ৭ রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হুমায়ুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হুমায়ুন জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা জজ মিয়া হত্যাসহ একাধিক মামলার আসামি বলে ওসির দাবি। [b]সাতক্ষীরা,১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]