বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এক মামলায় জামিন দিলেও অপর দুই মামলায় জামিন নামঞ্জুর করেছে আদালত।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এক মামলায় জামিন দিলেও অপর দুই মামলায় জামিন নামঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে মহানগর হাকিম রেজাউল করিম উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। আদালত পুলিশ কনস্টেবল ফেরদৌস খলিল হত্যার ঘটনায় রমনা থানার মামলায় ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। পরবর্তী তারিখ ধার্য করা হয় ১২ মে। সে তারিখ পর্যন্ত জামিন বহাল থাকবে বলে আদালতের আদেশে বলা হয়েছে। তবে শাহবাগ ও রমনা থানার অপর দুইটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করেন আদালত। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মির্জা ফখরুলকে কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। ফখরুলে পক্ষে শুনানিতে অংশ নেন এডভোকেট সানাউল্লা মিয়া। [b]ঢাকা, ২৭ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ [/b]