রাজধানীর রমনা ও শাহবাগ থানার দুটি হত্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি ৬ এপ্রিল ধার্য করেছেন আদালত। রবিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হকের আদালতে এ জামিন আবেদন করা হলে
রাজধানীর রমনা ও শাহবাগ থানার দুটি হত্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি ৬ এপ্রিল ধার্য করেছেন আদালত। রবিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হকের আদালতে এ জামিন আবেদন করা হলে শুনানির জন্য এ দিন ধার্য করা হয়। মির্জা ফখরুলের পক্ষে জামিন আবেদন করেন বিএনপির আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবাহ। এর আগে ২৭ মার্চ ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম তার জামিন নামঞ্জুর করে করাগারে পাঠান। এর পরিপ্রেক্ষিতে রবিবার মহানগর দায়রা জজ আদালতে তার জামিন আবেদন করা হয়। ২০১৩ সালের ৩০ নভেম্বর মালিবাগের ভিআইপি রোডে পেট্রোলবোমা হামলায় বাসযাত্রী হাবিবুর রহমান মারা যান। ওই ঘটনায় রমনা থানায় পুলিশ অজ্ঞাতনামা ৫০-৬০ জনের নামে একটি হত্যা মামলা (মামলা নং ১(১২)১৩) দায়ের করে। ২০১৩ সালের ২৮ নভেম্বর শাহবাগ শিশুপার্কের সামনের রাস্তায় বোমা নিক্ষেপের পর বাস আইল্যান্ডে উঠে গেলে পথচারী নাহিদ নিহত হন। ওই ঘটনায় শাহবাগ থানার পুলিশ অজ্ঞাতনামা ৫০-৬০ জনের নামে একটি হত্যা মামলা (মামলা নং ৫৮(১১)১৩) দায়ের করে। [b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]