বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামের রমনা থানার মামলায় জামিন শুনানি ২৩ মার্চ ধার্য করেছেন আদালত। মঙ্গলবার জামিনের আবেদন করলে ঢাকা মহানগর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামের রমনা থানার মামলায় জামিন শুনানি ২৩ মার্চ ধার্য করেছেন আদালত। মঙ্গলবার জামিনের আবেদন করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহিরুল হকের আদালতে শুনানির জন্য এ দিন ধার্য করেন। ১৫ মার্চ ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান-এর আদালতে বিএনপির এ ৩ নেতা আত্মসমর্পণ করেলে আদালত তাদের কারাগারে পাঠান। মির্জা ফখরুলকে সন্ত্রাস দমন আইনের একটি মামলায়, মির্জা আব্বাসকে সন্ত্রাস দমনে একটি ও দুটি হত্যা মামলায় এবং আব্দুস সালামকে সন্ত্রাস দমনে ও হত্যা মামলায় একটি করে দুটি মামলায় তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে গত ৯ মার্চ হাইকোর্টের দেওয়া আগাম জামিন আদেশ বাতিল করেন আপিল বিভাগ। পাশাপাশি এ আদেশের বিষয়ে কিছু পর্যবেক্ষণসহ আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন। ওইদিন তাদের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ তাদের জামিন বাতিল করেন। [b]ঢাকা,১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]