মঙ্গলবার ২১, মার্চ ২০২৩
EN

ফের পর্তুগাল দলে ফিরলেন রোনালদো!

দুঃস্বপ্নের কাতার বিশ্বকাপের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা দেখে ফেলেছিলেন অনেকেই। তবে পর্তুগিজদের নতুন কোচ রবার্তো মার্টিনেজ হীরে চিনতে ভুল করলেন না। তোপের মুখে সান্তোষের পদত্যাগের পর দায়িত্ব নেওয়া মার্টিনেজের ঘোষিত প্রথম স্কোয়াডেই রয়েছে সিআরসেভেনের নাম। সেই সঙ্গে এই কোচ জানালেন, বয়স নিয়ে তিনি বিচলিত নন।

সময়টা ভালো যাচ্ছিল না। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে একপ্রকার বিবাদ করেই চলে এসেছিলেন। ইংল্যান্ড ছাড়ার পর কাতার বিশ্বকাপে খেলতে নেমেছিলেন ক্লাবহীন থাকাবস্থায়। তবে মরুর দেশের বিশ্বকাপটা ভুলে যেতেই চাইবেন পর্তুগিজ মহাতারকা। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে নিজেকে মেলে ধরার কোনো সুযোগই পাননি রোনালদো। শেষের ম্যাচগুলোতে তো একাদশেই তাকে রাখেননি কোচ ফার্নান্দো সান্তোস। কোয়ার্টার ফাইনালে কাতার বিশ্বকাপের চমক মরক্কোর কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। আর তারপরই রোনালদোর দলে ফেরা নিয়ে প্রশ্ন উঠতে থাকে।

বয়সটা ৩৮, ফর্মটা পড়তির দিকে। তবে হাল ছাড়ার পাত্র নন রোনালদো। ইউরোপ ছেড়ে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়ে দারুণ ফর্মে আছেন পর্তুগিজ তারকা। এরই মধ্যে ৯ ম্যাচে গোলও করে ফেলেছেন আটটি।

এদিকে, স্যান্তোষের স্থলাভিষিক্ত হওয়া রবার্তো মার্টিনেজ আগেই আভাস দিয়ে রেখেছিলেন, দলের সেরা তারকাকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনাই তার নেই। ঘোষিত দলেও যেটির প্রতিফলন দেখা গেল। শুক্রবার (১৭ মার্চ) ইউরো চ্যাম্পিয়নশিপে বাছাইয়ের দল ঘোষণা করেছে পর্তুগালের ফুটবল ফেডারেশন। যেখানে আছেন রোনালদোও।

এমআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *