হালিমপুরে রেললাইনের ফিস প্লেট খুলে ফেলায় ‘নাসিরাবাদ মেইল’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকার সাথে ভৈরব ও ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
[b]কিশোরগঞ্জ :[/b] হালিমপুরে রেললাইনের ফিস প্লেট খুলে ফেলায় ‘নাসিরাবাদ মেইল’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকার সাথে ভৈরব ও ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার ভোর ৫টার সময় এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জ স্টেশন মাস্টার জয়ন্ত কুমার সাহা জানান,ট্রেনটি চট্টগ্রাম থেকে ভৈরব হয়ে কিশোরগঞ্জের হালিমপুর স্টেশনে এলে ভোর ৫টার দিকে লাইনচ্যুত হয়। অবরোধকারীরা ট্রেনের ফিসপ্লেট খুলে ফেলেছে বলে তিনি দাবি করেন। স্টেশন মাস্টার আরো জানান,উদ্ধারকারী ট্রেন আসার জন্য আখাউড়ায় খবর দেয়া হয়েছে। রেললাইন মেরামত করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও তিনি জানান।