জঙ্গিবাদের সঙ্গে বিএনপির সম্পর্ক আছে। বিএনপি এ দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বদরুল আলম স্মৃতি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
জঙ্গিবাদের সঙ্গে বিএনপির সম্পর্ক আছে। বিএনপি এ দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বদরুল আলম স্মৃতি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় হানিফ বলেছেন, বাংলাদেশে কোনো জঙ্গিবাদের স্থান হবে না। স্বাধীন বাংলাদেশ জঙ্গিদের অবাধ চারণভূমি হতে দেবেন না বলে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন। সরকার জঙ্গিবাদ নির্মূলে কাজ শুরু করেছে। এ জঙ্গিবাদ আল কায়দা, লস্কর-ই তৈয়বা আর হরকাতুল জিহাদই হোক তাদের স্থান বাংলার মাটিতে হবে না। তিনি আরও বলেন, বিএনপি তালেবান নেতা মোল্লা ওমরের সঙ্গে বৈঠক করেছে। বাংলাদেশে হরকাতুল জিহাদকে প্রশ্রয় দিয়েছে বিএনপিই। তারা ক্ষমতায় থাকার সময়ে আলকায়দা নেতা ৩ বার বাংলাদেশে এসেছিলেন। এতেই প্রমাণ হয় জঙ্গিবাদের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যোগসাজশ ছিল। হানিফ বলেন, মির্জা ফখরুল সাহেবরা এখন মায়া কান্না করছেন। ফখরুল সাহেব বলছেন সরকার নাকি যুক্তরাষ্ট্রকে কাছে টানতে চেয়েছে। তার কথা শুনলে মনে হয় ‘ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই নাই’। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। [b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]