ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ বুধবার রাতে হস্তান্তর করা হয়েছে। গত মঙ্গলবার রাতে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ বুধবার রাতে হস্তান্তর করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বাংলাদেশি যুবক আজিজুল ইসলাম আরো কয়েকজন গরু ব্যবসায়ীর সঙ্গে পাঁচবিবির কয়া সীমান্ত পার হয়ে ভারতের গয়েশপুর ও জামালপুরের মাঝামাঝি এলাকায় পৌছেন। এসময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুধবার রাতে বাংলাদেশের পাঁচবিবি থানা পুলিশের এসআই জিল্লুর রহমানের কাছে আজিজুলের লাশ হস্তান্তর করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, কয়া বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহ আলম, হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার আতাহার আলী, নিহতের বড় দুই ভাই আনিছুর রহমান ও হামিদুল ইসলাম প্রমুখ। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ভারত অংশের হিলি থানার এসআই টিটি শেরপা, মথুরাপুর বিএসএফ ক্যাম্প কমান্ডার অলক শিং নিগি এবং বিএসএফ'র সদস্যরা। ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই