মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে বঙ্গোপসাগরে আবারও পণ্যবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার (০২ অক্টোবর) সকালে সেন্টমার্টিনের নাইক্ষ্যংদিয়া এলাকায় ওই জাহাজটি ডুবে যায়।
মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে বঙ্গোপসাগরে আবারও পণ্যবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
শনিবার (০২ অক্টোবর) সকালে সেন্টমার্টিনের নাইক্ষ্যংদিয়া এলাকায় ওই জাহাজটি ডুবে যায়।
বন্দর ব্যবসায়ীরা জানান, মিয়ানমার থেকে আসার পথে সেন্টমার্টিন মাঝ সাগরে পণ্যবাহী একটি কার্গো জাহাজ ডুবে যায়। সেখানে ৩ হাজার ৬৭৫ বস্তা আদা, ২২০ বস্তা জিরাসহ সুপারিও ছিল। এগুলো টেকনাফ স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স জিন্নাহ অ্যান্ড ব্রাদার্স মালিকানাধীন ব্যবসায়ী শওকত আলী চৌধুরীর কাছে আসছিল বলে জানা গেছে।
টেকনাফ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, “শনিবার বন্দরে আসার পথে মালবাহী একটি কার্গো জাহাজ ডুবে যাওয়ার খবর শুনেছি। এতে কোটি টাকার পণ্য রয়েছে। ফলে ব্যবসায়ী ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন।”
টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ডপোর্ট ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী বলেন, “সাগরে ডুবে যাওয়া জাহাজে প্রায় চার হাজার বস্তা পণ্য ছিল।”
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর সেন্টমার্টিনের নাইক্ষ্যংদিয়া এলাকায় মিয়ানমার থেকে আসা আরেকটি মালবাহী জাহাজ সাগরে ডুবে যায়। ওই জাহাজে কফি, আচার, কাপড় ও কসমেটিকসসহ বিভিন্ন পণ্য ছিল।
এমবি