মঙ্গলবার ২১, মার্চ ২০২৩
EN

বিচারকের ড্রাইভার ও গানম্যানকে দুদকের জিজ্ঞাসাবাদ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ মামলায় খালাসের মাধ্যমে অবৈধ সম্পদ উপার্জনের দায়ে অভিযুক্ত বিচারক মোতাহার হোসেনের অভিযোগের অধিকতর অনুসন্ধানে তার দুই সহযোগী গানম্যান বাদল দেওয়ান ও ড্রাইভার সোহরাব হোসেনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ মামলায় খালাসের মাধ্যমে অবৈধ সম্পদ উপার্জনের দায়ে অভিযুক্ত বিচারক মোতাহার হোসেনের অভিযোগের অধিকতর অনুসন্ধানে তার দুই সহযোগী গানম্যান বাদল দেওয়ান ও ড্রাইভার সোহরাব হোসেনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল ১০টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। জিজ্ঞাসাবাদ করছেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক হারুনুর রশিদ। এর আগে গত বৃহস্পতিবার বেলা ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সেগুনবাগিচার দুদক কার্যালয়ে মোতাহার হোসেনের দুই সাঁটলিপিকার আবুল হাসান ও নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় হারুনুর রশিদ বলেন, মোতাহার হোসেনের বিরুদ্ধে কমিশনে অভিযোগ আসার পর তার অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করছে দুদক। তারই ধারাবাহিকতায় তার দুই সাঁটলিপিকার আবুল হাসান ও নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত ৮ জানুয়ারি বিচারকের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান শুরুর আগেই অভিযুক্ত বিচারক মোতাহার হোসেন মালয়েশিয়া সফরে যান বলে জানান হারুন। তদন্ত কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে বিচারকের অবৈধ সম্পদের অর্জনের বিষয়ে গুরুপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি বিচারক থাকাকালে বেশ কিছু ফ্ল্যাট  ও জমির মালিক হয়েছেন। আর নিজ জেলা পাবনাতে অনেক জমি ক্রয় করেছেন। তাছাড়া তিনি অনেক বিলাসবহুল জীবন যাপন করতেন বলে জানা গেছে।   জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের আবুল হাসান জানান, দুদক আমার কাছে বিচারক মোতাহার হোসেনের সর্ম্পেক জিজ্ঞাসাবাদ করেছে। কমিশন তার চাকরির মেয়াদ, জীবনযাপন ও সম্পেদর পরিমাণ সর্ম্পকে জানতে চেয়েছে। আমি আমার পক্ষ থেকে যা জানানোর তা কমিশনেক জানিয়েছি। ঢাকা, জানুয়ারি ২৭ (টাইমনিউজবিডি.কম) // জিই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *