রাষ্ট্রায়ত্ব বিজি প্রেসের চেক জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ৯ লাখ ৬৩ হাজার টাকা আত্মসাতের ৮ মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
রাষ্ট্রায়ত্ব বিজি প্রেসের চেক জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ৯ লাখ ৬৩ হাজার টাকা আত্মসাতের ৮ মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের নিয়মিত সভায় আদালতে চার্জশিট দাখিলের অনুমতি দেয়া হয়েছে। এ বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক প্রণব কুমার ভট্টাচর্য্য। দুদকের চার্জশিটভুক্ত আসামিরা হলেন, বিজি প্রেসের সাবেক অফিস সহকারি সময় রঞ্জন চক্রবর্তী, ভাইন্ডার এমারত হোসেন, ভাইন্ডার আবুল হোসেন, ক্যামেরাম্যান আলতাফ হোসেন এবং বহিরাগত সালেহ মোহাম্মদ, নুরুল আলম, দেওয়ান ফিরোজ ও আবু বকর সিদ্দিক। আসামিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা বিজি প্রেসের বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ১৪টি চেক জালিয়াতির মাধ্যমে ৯ লাখ ৬৩ হাজার টাকা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন। এ ঘটনায় গত বছর দুদকের পক্ষ থেকে রমনা মডেল থানায় দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৮টি মামলা দায়ের করা হয়। [b]ঢাকা, একে, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]