বিডিআর (পিলখানা) হত্যা মামলায় খালাস প্রাপ্তদের মধ্যে ৬৯ জনের দণ্ড চেয়ে হাইকোর্টে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।
বিডিআর (পিলখানা) হত্যা মামলায় খালাস প্রাপ্তদের মধ্যে ৬৯ জনের দণ্ড চেয়ে হাইকোর্টে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ জানান, ৬৯ জনের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুরের বেঞ্চে এই আপিল আবেদন গ্রহণের ওপর শুনানি হতে পারে। তিনি আরও জানান, গত বছরের ৫ নভেম্বর বিচারিক আদালতের রায়ে পিলখানা হত্যা মামলায় ২৭৮ জনকে খালাস দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ৬৯ জনের অভিযোগের সমর্থনে যথেষ্ট সাক্ষ্য ও দালিলিক প্রমাণ রয়েছে। এ জন্য সাজার লক্ষ্যে এই আপিল করা হয়েছে। উল্লেখ্য,গত বছরের ৫ নভেম্বর পিলখানা হত্যা মামলায় ১৫২ জনকে মৃত্যুদণ্ড,১৬০ জনকে যাবজ্জীবন, ২৫৬ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৭৮ জনকে বেকসুর খালাস প্রদান করে রায় দেয় ঢাকার বিশেষ বিচারিক আদালত। ঢাকা: কেএ ৭ মে (টাইম নিউজ বিডি)/