বান্দরবানের সদর উপজেলার পাখিরমোড় এলাকায় ১০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২২ মার্চ) রাতে ওই এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তি বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার সৈয়দ নূরের ছেলে মো. নজির হোসেন ওরফে রিপন (৪৩) ও থানচির তিন্দু কোঅংপাড়া এলাকার আংটিলি খুমীর ছেলে কাইথাং খুমী (৬০)।
র্যাব জানায়, গতকাল বুধবার রাতে র্যাব-১৫, কক্সবাজার সিপিসি-৩ বান্দরবান ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় হোটেল প্যারাডাইসের সামনে থেকে ১০ হাজার ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। পরে তাদের বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, ইয়াবাসহ দুই মাদক কারবারিকে থানায় হস্তান্তর করেছে র্যাব। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
এবিএস